Miner Mansur

  • নীলনদ নিরিবিলি বয়ে যায়

    মিনার মনসুর মাত্র পাঁচ ফুট উচ্চতা তোমার। পা দুটো বড্ড নাজুক। আর যার ওপর দাঁড়িয়ে আছো সে-মাটিও তোমার নয়। যে-বাতাসে তুমি বুক ভরে শ্বাস নিচ্ছো কিংবা যে-জলে তৃষ্ণা মিটাচ্ছো – সেও কি তোমার? অথচ পদাঘাতে বিদীর্ণ করতে চাও নিরহংকার মৃত্তিকার বুক! তুমি ভাবো, তোমার হুকুমে সূর্য উদিত হবে, জ্যোৎস্না ছড়াবে চাঁদ! নার্সিসাস পূর্বসূরিদের মতো তুমিও…