Mir Mobesher Ali

  • স্মৃতি অম্লান

    মীর মোবাশ্বের আলী এ অঞ্চলে স্থাপত্যের ভুবনে এক কিংবদন্তির নায়ক মাজহারুল ইসলাম। ১৯১২ সালের ১৫ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। যদিও তিনি বিগত দুই দশক ধরে স্থাপত্য পেশায় সক্রিয়ভাবে নিয়োজিত ছিলেন না, তবু তাঁর তিরোধান স্থপতিকুলের জন্য এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। একটা পরিবারে এক বর্ষীয়ান গুরুজনের অবস্থান বিষয়ে পরিবারের সদস্যরা অভ্যস্ত হয়ে যায় এবং মনে…