Mohmmed Nurul Huda

  • দরিয়ায় কবি ডুবে যায়

    মুহম্মদ নূরুল হুদা কবি মূর্খ থেকে গেলে কী ক্ষতি তোমার? তুমি তো শিখছো সব শব্দকলা, ভাষিক ছলনা, মাতৃভাষা রপ্ত করে লুটে নিচ্ছো মৃত-বা-জীবিত সব ভাষার গহনা, জগতের তাবৎ দর্শনশাস্ত্র, অর্থনীতি, আইনি ও বেআইনি বাহাস, তুমিও কি হতে চাও স্বর্গ-ও-নরকত্যাগী জ্ঞানীশ্রেষ্ঠ জেদি ফসটাস? কবি যদি মূর্খ থাকে কী ক্ষতি তোমার? তুমি তো রেখেছো খুলে জগতের আদি-অন্ত,…