Mrinal Basuchoudhury

  • চিত্রিত সাপের কথা

    মৃণাল বসুচৌধুরী সে যখন একলা বেড়ায় শীতের উঠোনজুড়ে সে যখন অন্ধকারে একা একা নাচে নিঃসঙ্গ চুমুকে অস্থির গলায় ঢালে অনুদার বিষ অক্ষরবাগিচা থেকে সে যখন দ্রুতপায়ে ফিরে আসে একা মায়াকীট নষ্ট করে প্রাণের সবুজ দিশাহীন দূরত্ব পেরিয়ে সে যখন অন্তিম দুয়ারে মুখাগ্নির আগুন নিভিয়ে বসে থাকে নাভিকুন্ডে জমে থাকা মেঘের আড়ালে অনন্ত উড়ান শেষে মাটি…