Nazim Shariar

  • ব্রততী তোমার হাত

    নাজিম শাহ্রীয়ার শব্দগুলি যাচ্ছে হারিয়ে আদর্শলিপির ওষ্ঠে অনল! ব্রততী, হাতটা শক্ত করে ধরে রাখো কিচ্ছু করতে পারবে না কেউ নষ্ট ফুলগুলি ফেলে দাও আমি নতুন মালা এনে খোঁপায় পরাবো পচা ভাত ফেলে দাও, আবারও ফলবে শস্য ফরমালিনমুক্ত ভালোবাসা দেবো, সুস্বাদু মৎস্য। এটা কোনো দহন-পতন নয়, পালাবদলমাত্র। তুমি ভয় পেয়ো না, পাখিরা আবারও আসবে, তোমাকে জ্যোৎস্নায়…