Obayed Akash

  • এখন যা আছে, নেই

    ওবায়েদ আকাশ এখন যা আছে তার চেয়ে বেশি কিছু ছিল – পৈতৃক সম্পদের মতো তুচ্ছতর অহংকার, কখনো শালপ্রাংশু মনে হতো তাকে এখনো জলাজংলা, পলিবাহিত মাঠ আছে পৃথিবীর নিভৃত ক্রোড়ে শরীরের বাকল খুলে উড়ছে তো দুরন্ত শৈশব ঠোঁটে কাদা মেখে যে শালিক ধান খুঁটে খেত আর মাছরাঙা ঝুপ করে ঠোঁটে তুলে নিত মাছ – তাদের শৈশব…