Omar Kaishar

  • শরণার্থী

    ওমর কায়সার সড়কে বিছানো কাদা তার সাথে মিশে ছিল খুন তোমার অস্তিত্বজুড়ে তারই ঘ্রাণ ধরো, তুমি নিছক বাতাস এক নদী ঢেউ ভেঙে সীমানা পেরোলে। ভাবো তুমি এক মীনশিশু সমুদ্রের নুনে খেলে খেলে ধরা দিলে ধীবরের জালে সতর্ক প্রহরা দৃষ্টি ম্লান করে তুমি এলে ফড়িয়ার স্বার্থপরতায়। ধরো তোমার বেদনা ছুঁয়ে গেছে আকাশের নীল তুমি পেয়ে গেছো…