Piyash Majid

  • জীবনানন্দ

    পিয়াস মজিদ রোদে পুড়ে তামা হয়ে যাওয়া সোনালি চিলের ডানা খুঁড়ে জাগিয়ে তুললাম করুণ কঠিন ছায়াপাতের দিন। রক্ত ক্লেদ নিরন্তর আর স্বপ্নে একগাছা ধূসর দড়ি। তাই এখন দেশপ্রিয় পার্কের মোড়ে তুমি আসতেই রাত্রিকে নিঃসঙ্গ করে মধুকূপী ঘাস আমি; সুন্দর সে ট্রামের তলে