Pranabranjan Roy

  • সফিউদ্দীন আহমেদ ও বাংলার শিল্পে ‘আধুনিকতা’র সমস্যা

    প্রণবরঞ্জন রায় তাঁর শিল্পকৃতির পরিচয় পাবার আগেই, তাঁর সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের আগে তো বটেই, সফিউদ্দীন আহমেদ সাহেবের নাম শুনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে সোমনাথ হোর বাংলাদেশে তাঁর শৈশব-যৌবন, আর কলকাতার সরকারি চারু ও কারুকলা বিদ্যালয়ে তাঁর ছাত্র-জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে জয়নুল আবেদিনের অনুপ্রেরণা আর সফিউদ্দীন সাহেবের শিক্ষণের কথা বলেছিলেন। পরবর্তীকালে বাংলাদেশের দৃশ্য-শিল্পকলা কর্মকান্ডের এ-দুই কান্ডারীকেই অবশ্য…