Rabindranath Adhikari

  • ভালোবাসা আমার দশটি তারা কুসুম কুসুম

    রবীন্দ্রনাথ অধিকারী গানের ভেতর দিয়ে বুকের ভেতর দিয়ে তোমাকেই দেখি সাবলীল যেন মায়াবী ময়ূর, তুমি নাচো, নেচে ওঠে ধরিত্রী অস্থির নাবালক কিশোরীর মতো তোমাকেই লক্ষ্য করে ছুড়ে মারি তীর; বিষ দিয়ে বিষ তাড়ানোর তূণ, বুক থেকে তুলে এনে আগুনের শিস তোমাকেই ডাক দিই, ডেকে মরি চোখের ভেতরে কোনো বাহারি শ্রাবণ ভারি হয় কষ্টপাথর, উচাটন করে…