Ramani

  • প্রচ্ছদ-পরিচিতি

    রমণী বাংলাদেশের চিত্রকলা-আন্দোলনে কামরুল হাসান অগ্রণী চিত্রী। তাঁর সৃষ্টির উদ্যান নানাদিক থেকে তাৎপর্যময়। জয়নুল-সফিউদ্দীনের সহযাত্রী তিনি, ঢাকা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার আন্দোলনেও বিশিষ্ট কর্মী। তাঁর সৃষ্টির অজস্রতা ও বিপুল বৈচিত্র্য এদেশের চিত্রকলাকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের মানুষের স্বপ্ন, আশা, হতাশা ও প্রতিবাদ তাঁর সৃষ্টিতে আশ্চর্য কুশলতায় প্রতিফলিত হয়েছে। তাঁর অবলোকনে এদেশের মানুষ বহু বর্ণে ও বহু রূপে…