Sajjad Kadir

  • দুটি কবিতা

    সাযযাদ কাদির তবু মণিমালা জানে সে আমার মণিমালা। তবুও মণিমালা যেন মণিমালা নয় – এইভাবে মণিমালা থাকে মণিমালা হয়ে। অবশেষে – সব শেষে তবু আমি চিনেছি তাকে – জেনেছি তাকে আমার মণিমালা। তবু সে দেখে না আমাকে – দেখে না আমার কিছু, বলে না কোনো কথা। তাহলে কাকে দেখে মণিমালা? কাকে বলে কথা? এত কথা?…