Saleha Chowdhury

  • ঢেউটিন পাকা বারান্দা বদনা চিলমচি মাছালো পুকুর

    সালেহা চৌধুরী যখন ছেলেমেয়ে নিয়ে ভাবছে না আম্বুরি আর গফুর হঠাৎ করে জানা গেল আম্বুরি পোয়াতি। গত শীতে মরিবুজানের বাড়ি বেড়াতে গিয়ে মাঠের মাঝখানে একটা বড় গাছে নানা অং-এর তেনা ঝুলে থাকতে দেখেছিল। Ñ এগলা কেংকা তেনা? প্রশ্ন করেছিল আম্বুরি। Ñ তোর মতো বানজা বেটিছোল যারা কোনোদিন পোয়াতি হবার পারে না, যার কেরে জরায়ুত তালাচাবি…