Selim Mahmud

  • সে যেন

    সেলিম মাহমুদ নদী তুমি কোন গ্রামে যাও ভরা গাঙে খালি নায়ে কার বৈঠা বাও নদী তুমি ঢেউ ভেঙে ছলাৎ ছলাৎ কার মান ভাঙো এ-কূল ভেঙে ও-কূল গড়ে কী বাঁশি বাজাও নদী তুমি দেখা পেলে বলো তারে সে যেন ভুলে না আমারে! নদী তুমি উদয়াস্ত শহর-পল্লিতে কুপিবাতি আর বৈদ্যুতিক তারে বলো তারে রাত অন্ধকার হলে খেয়ালখুশিতে…

  • লালনের বাণী

    সেলিম মাহমুদ অাঁকা বা আকাবা; অাঁকা-চিত্রকলা, আকাবা-বন্দর গাছের ছবি পাখি পাবে, বন্দরের পণ্য মহাজন; অাঁকি আমি অভাজন, কার ছবি, কার অনুভব; যে যায় প্লাস্টার ছিন্ন করে – অ্যাক্রিলিক কিবা তার! লালনের বাণী প্রান্তরে প্রান্তরে ঘোরে পথের মিস্তিরি ইট বিটুমিনে বালু ঢালে।