Shabbasachi Dev

  • বরণ

    সব্যসাচী দেব যদি বিষণ্ণতা খোঁজো, যদি অন্যমনে ভেবে নাও শুদ্ধ জল খুনির হাতের রক্ত মুছে দিতে পারে, বিপন্ন সময় আরো একটু কুঁকড়ে যাবে, ভয়ে, সংশয়ে। যে-কোনো মৃত্যুর পাশে জিজ্ঞাসার রেখা অাঁকতে পারো? আততায়ী জামার আস্তিনে ঢেকে রাখে তার অস্ত্র, তরল পানীয় হাসিমুখে ঢেলে নেয় সুদৃশ্য গেলাসে। স্থানীয় সংবাদ যদি আন্তর্জাতিকতা পেয়ে যায়, তাহলে রাস্তার পাশে…