Shihab Sarker

  • অনিচ্ছুক লাশ

    শিহাব সরকার তিরিশে কে ডুবে যেতে চায় কে হারাতে চায় গনগনে আগুন-তিরিশে? কান পাতলেই সমুদ্র অথবা নারী আকাশে ওড়ে কত ঘুড়ি কত শালিক প্রিয় গানগুলো এখনো খুব শোনা যায়। তবু পাতাল থেকে কেউ ডাকে নিঃশব্দে ডুবতে থাকে তীব্র যুবকেরা, নদীতীরে ঝলমলে জামা, কলম-তুলি মধ্যরাতে ডাকবাংলোর দরজা খোলা যে গেছে সে আর ফিরবে না। তারপর? তারপরও…

  • প্রার্থনা

    শিহাব সরকার করি নিগূঢ় প্রার্থনা: ফেটো ওগো পাতালের ফুল দল মেলো অদৃশ্য নারী ও পরীরা বাগানে ফুটে গেছে সব কলি, বাগানের মৌমাছি সব মত্ত-মাতাল আমি বাঞ্ছা করি নিশ্চেতন নিদ্রা ওই ঘুমে স্বপ্নেরা জঞ্জাল, স্বপ্নে শুধু ভূত আসে। আশ্বিনের হঠাৎ বৃষ্টিতে ভিজে একাকার শহরের প্রিয় রাস্তায় রিকশা নেই মধ্যরাতে গলির মুখে অন্ধকারে-মেশা কালো গাড়ি মৃত্যুর শৃঙ্গার…