Shimul Azad

  • জননী, জন্মভূমি

    শিমুল আজাদ তোমার মাটিতে জন্মে মা গো অনেক কিছুই পেলাম। তোমার বুকেতে মাথা রেখে শান্তি, স্বস্তি ছুঁলাম। তোমার চোখে চোখ রেখে আজ অভয় মন্ত্রণা খুঁজি। মা গো তোমার হাতের গুণে এখন জীবন জোয়ার বুঝি। শত্রুরা দূরে শুধুই হিংস্রতার পায়া করে ভারী। মূর্খতার ঘোরে পড়ে থাকে যাবতীয় দরকারি। তোমার মাটিতে মা গো এখনো সোনা ফলে। তোমার…