Shoel Majhar

  • ফুলের আর্তি

    সোহেল মাজহার একটা মৌমাছি গুনগুন করে যে গান গায় তা হলো ফুলের আর্তি। সমুদ্রস্রোত তোমার-আমার সব ভাসিয়ে নেবে বলে সমুদ্রবন্দনা করে নদী ছুটে চলে নগর ও জনপদের স্মৃতিকে উপেক্ষা করেই নদী-বাসনা তুমি জানো তারও অধিক। তাই স্বপ্নে এক নগ্নিকা বিষ হুল ফুটিয়ে নির্লিপ্ত নিরাভরণ তার চুলে সূর্যাস্তের আভা আলো-অাঁধারের স্রোত সমুদ্রজাহাজের ডেকে মত্ত এক নাবিক…