Shuvashis Sinha

  • কবিতাগুচ্ছ

    শুভাশিস সিনহা চারুগমন একটু ভেতরে যদি যাই পুষ্পের কুঁড়ির, গন্ধের রঙের, একটু অশান্ত চোখে আকাশে বিদ্যুতে, খানিক অধর্মে… যা ছিল তা কি থাকবে তখনো, – লেগে থাকা অবসন্নতার দাগ, প্রেমের অন্তিম সুর, রাত্রিগেলা ভোরের ঢেঁকুর?… একটু দাঁড়াতে চেয়ে ঠাঁইহীনা জলশ্রীর তটের ওপর, ডুবে ডুবে যেতে যেতে একটু আড়ালে গিয়ে একটু গভীরে গিয়ে অশেষ অতলে ভুলে…