Suhita Sultana

  • কোনো এক হেমন্তের দিনে

    সুহিতা সুলতানা কোনো এক হেমন্তের দিনে তোমার বিবেক মানে শারদ প্রভাতে আমার কাছে না থাকা? তোমার বিবেক মানে চুপিচুপি অন্য আরেকটি পরকীয়া করা? এই তো তোমার বিবেক আর অনুভূতির রং? দ্যাখো ঘন কাশফুলে ছেয়ে গ্যাছে বন রেলগাড়ি চলে ঝমঝম, হৃদয় ছুঁয়ে ছুঁয়ে যায় নদীর ধারের কাশবন শরতের এমন দিনে মরে গ্যাছে স্মৃতির আহ্লাদ তোমার অভিবাসী…