Tamij Uddin Lodi

  • কথোপকথন

    তমিজ উদদীন লোদী গোলপোস্ট থেকে খানিকটা দূরে। পায়ে পায়ে ঘুরছে বল। ছায়া ছায়া রোদ এসে হামা দিচ্ছে পেভমেন্টে, ঘাসের ফরাসে ঘাপটি মেরে বসে আছে উৎসুক বেড়াল নৈরাজ্য ঝেঁটিয়ে উঠে আসে ঔৎসুক্য, কথোপকথন। নিসর্গচিত্রের মতো খুব ম্লান অতন্দ্রপ্রহরী চাঁদ সূর্যাস্তের রং এঁকে ঢলে পড়ছে সূর্যের ঝাঁজ খুব দ্রুত হর্ষধ্বনি, করতালি, ঊর্ধ্বমুখী জনতার হাত টানটান উত্তেজনা, স্নায়ুজুড়ে…