চলেই তো গেছে এমন অনেক দিন
দীর্ঘ কোনো চন্দ্রিমা রাতের অপেক্ষায়
আকুলি-বিকুলি
নৈসর্গিক আঙিনায় বিভোর ঘুমকাতুরে আমি
দেখা হয়নি সে কোমল সৌন্দর্যের আলো।
চলেই তো গেছে এমন অনেক দিন
অযুত নিযুত মাইল দূরে দূরে
মেঘের ভেতরে মেঘ
ভেসে ভেসে
চেয়ে থাকি সূর্যাস্তের দিকে পশ্চিমাকাশে
পাখির পালকে শরতের কাশবনে
হাওয়ায় দুলে কি না শাড়ির আঁচল।
চলেই তো গেছে এমন অনেক দিন
পাওয়া না-পাওয়ার প্রশ্ন না হয় থাক অবান্তর
জোয়ারে ভেসে যাক নদীর চড় সাগর অতল
এলেবেলে থেকে যাক কেউ কেউ
জাতীয় নোনা জলে
চলেই তো গেছে এমন অনেক দিন একলা পথে।