মাহফুজ পারভেজ
সমুদ্রের ঢেউ যেমন ফিরিয়ে দেয় মাঝে মাঝে
যাবতীয় লুণ্ঠিত সামগ্রী
তেমনি এক বিস্মৃত কালের শেষ প্রহরের রাতে
তুমি ফিরে এসেছ একাকী
তারাদের ভিড় ঠেলে হঠাৎ সামনে এসে
দাঁড়িয়ে বললে তুমি :
‘চিনতে পারোনি?’
আকাশের নির্জন তালুর তলে বসে আমি
সেই কার্তিকের রাতে
ভাবি
শুধু ভেবে যেতে থাকি
‘তোমার তো আসার কথা ছিল না!’
আমি এক প্রবহমান ভিখিরি
তুমি এসেছ নিতে, আমি পেতে, হাত পেতে থাকি!