গোপনীয়তা

রেজাউদ্দিন স্টালিন

আঘাত যেখানে হোক

চোখ কেঁদে ওঠে,

রক্তে রুদ্র শোক

অশ্রম্ন হয়ে ফোটে।

বাধাই দেয়াল নয়

অশ্রম্ন নয় শুধুই বেদনা,

কী অর্থে বাঁচা কয়

কিসে প্রণোদনা?

এতো হত্যা দুঃখদাগ

জন্ম তবে কেন দরকারি,

কারো কর্ম দায়ভাগ

নেবেন কি উত্তরাধিকারী?

জীবিত জিজ্ঞেস করে

মৃত্যুর পরের সরণি,

আর জানলে কী করে তুমি এখনো মরোনি?