কিছুটা ছিল কুয়াশামোড়া গোপনে বলা কথা
বাকিটা ছিল তীব্র ঝড়ে অনাবৃত দেহ
কিছুটা ছিল প্রলাপ আর কিছুটা নীরবতা
দহনে ছিল শরীরে জ্বালা, প্রলেপে ছিল স্নেহ
কখনো ধনশিখরে চড়ে টাকার নাম জপ
কখনো থাকে মাধুর্য ও কখনো কটু স্বাদ
বিবাগী মন সহসা করে মৌন কলরব
পাহাড়-চূড়া সমুখে, তবু নিকটে থাকে খাদ
শরীরী খেলা ক্ষণিকে দেয় মানব-মানবীকে
সোনালি সুখ, ক্লান্তি তবু নিত্য সহচরী
ভালোবাসার গোলাপি রং নিমেষে হয় ফিকে
ভাসানে যাবে প্রতিমা তবু কেন সবাই গড়ি!
জীবন এই জীবন ওই, জ্ঞানের কত কথা
কিছুটা বোঝা গেলেও বহু এখনো বোঝা বাকি
ভাবি জীবন সহজ, তবু জীবনে জটিলতা
কি হবে ভেবে, জীবন নামে খেলায় মেতে থাকি।