বৃষ্টি এলে বাজতে থাকে গানের খাতা

ঠান্ডা হাওয়া ঝাপটা মারে একটু জোরে –

ভেজা শাড়ি রাধার বুকে কদম পাতা

আমায় তুমি জড়িয়ে ধরো আস্তে করে!

সুরও বাজে প্রাণের মাঝে হালকা ব্যথা

বৃষ্টি-ফোঁটা ছড়িয়ে পড়ে শার্সি ভরে –

নদীর বুকে উঠলে ঢেউ কান্না গাথা

আমায় তুমি ডুবিয়ে দিও আস্তে করে!

হিজল জলে শ্রাবণ দিনে মৃদু কথা

জানলা জুড়ে বর্ষা ছাঁট আলতো ঘোরে –

জাগলে মন মেঘের সুরে পারমিতা

আমায় তুমি ভালোবেসো আস্তে করে!