হাফিজ রশিদ খান
তোমার সঙ্গে দেখা হবে
পাঁচ পাহাড়ের পরে
টুকটুকে লাল ঘাড় কাঁপানো মোরগ
চিকন চালের সঙ্গে রবে
পেঁয়াজ-রসুন থলে ভরে
তুমি মোটে ভয় পেয়ো না
আমি ঠিকই আসবো চলে
ঝোপঝাড় আর সচল জলের ঝিরি বেয়ে
বিরহের গান গেয়ো না
আসবো আমি পিদিম হয়ে চাঁদের আদরে
যা দেখেছি যা শুনেছি ওই
পথের যতো মানুষজনে
কেচ্ছা সেসব একে-একে কইবো তোকে
কথার নতুন পেখম মেলে স্তবকে-স্তবকে
তখন আমায় আলতো চুমু দিয়ো
না-দেখে কেউ খেয়াল রেখো প্রিয়
আগুন জ্বেলে অন্ধকারের গর্ভে
আমরা দুজন রাঁধবো দারুণ গর্বে
অন্য সব ঘুমুতে দাও, ওরা বড় ক্লান্ত
তুমি এবং আমিই কেবল অবিশ্রান্ত
পাহাড় পাড়ি দেবার গল্প
করবো অল্পস্বল্প
নাচবো এবং গাইবো আরো করবো অনেক তর্ক
ঝিঁঝিঁপোকা তাদের কাজে থাকে না সতর্ক
আমরা কারো ভাঙাবো না ঘুম
দূর পাহাড়ে আনন্দেতে চাষ করবো জুম
কেউ আমাদের পর না
সত্যচারী আমরাও তো কারো কাঁধে ভর না
তোমার সঙ্গে হবেই দেখা
সোনারাঙা হাস্যমুখর ধলপ্রহরে…