যে বোঝেনি ক্রীতদাসের চাহনি,
বোঝেনি অসহায়ের নীরবতা।
যে দেখেনি পাখিদের স্বাধীনতা,
অনুভব করেনি ঝরনার ছন্দ।
তাঁকে বলো না নাগরিক বৈষম্য,
বলো না পাতারাও কেন লটকে থাকে।
কোন মায়ায় গৃহবন্দি বঁধুয়া,
কেন স্থির থেকেও হাসছে নক্ষত্র।
বলো না তাকে জাগতিক কিছু,
দেখিও না জাগরণের তীব্র কলরব!
ও বুঝবে না শাসন ও শোষণের গল্প,
যে অন্ধ, নিজ ফিতায় বাঁধে চোখ।
ওকে মুক্ত আকাশ দেখিও না,
দেখিও না কাঁদে কেন দলিত তৃণ।
কাঁদে কেন জাত ও জনতার পতাকা।
Leave a Reply
You must be logged in to post a comment.