শীত জুড়ে পড়ে থাকে ওই বর্ণমালা
ছায়ার অক্ষরে লিখি বনের আদিম
তুহিন পাথরে কাটি দম্ভের চূড়া
হিম আশ্লেষে ওঠে মৃতদের হাড়
কী অসীম দৃষ্টি তার শ্যেনপাখি যেন
রক্তের বাঁধনে খোলে ভগ্ন দেয়াল
পাতালে গর্জন তোলে আন্তঃমহাদেশ
কম্পিউটারে ওঠে গণনা তাহার
সাজিয়ে বদল করি অসম বিন্যাস
বরফ আতান্তরে ক্রান্তদর্শী ওঝা
তাহাদের কথা লিখি ক্রিষ্টীয় মঠে
মানুষের উত্থানের কিছু দেরি আছে
জলপ্লাবনের দশা আকাশে স্পুৎনিকে
ভূমিগর্ভ চিরে দেখি কেটেছে বাংকার
কামান বন্দুক সব নিমজ্জিত দেশে
তবু হই-হুল্লোড় ওঠে বানাই ক্রিসমাস
কাঁধ থেকে সরে যায় বিকেলের মায়া
শে^তকায়া আইভরি ওই জ্যোৎস্নাও
কল্পভাগ করে নিই লভ্যাংশ শেয়ারে
প্রতীচ্যেও নড়ে ওঠে শেষ গ্লেসিয়ার!
Leave a Reply
You must be logged in to post a comment.