মাতিসের পেপার কাটিং জগদ্বিখ্যাত
আসলে তা কাটআউট চিত্র এবং দ্বিমাত্রিক।
কাগজ, বোর্ড বা ওই জাতীয় দ্বিমাত্রিক
যে-কোনো মাধ্যম হতে পারে শিল্পীর আশ্রয়
‘এসেনশিয়াল ফর্ম’।
একটি কাটআউট চিত্র
তার মাধ্যম ও বর্ণসমূহ
একটি পরিপূর্ণ পেইন্টিং
তথাপি বিস্তর ফারাক।
শিল্পের পরিসরে ভাবনার সঙ্গে মনের মিলন :
কাটআউটের অপরিহার্য দৃশ্যরূপ।