হাফিজ রশিদ খান
সে মানে মোমশিখার একবিন্দু কালো
কামারশালার হাপরের তলে কনকরঙা ইস্পাত
ফাল্গুনের বিরহী শাখায় মুকুলের মুখ
পোড়োবাড়িতে বিষণœ পাল শাসনামলের গল্প
তপ্ত ফুটপাতে ঘরহারা মানুষের আর্ত পদপাত
পাথরে নকশা খোদাইরত শরীর ঘেমো মজুরের
সে মানে বাঘের ঘরে দৌড়ক্লান্ত
হরিণীর দৃষ্টিপাত ক্ষণিকের…