অবিশ্বস্ত হলদে গোলাপ

সুহিতা সুলতানা

সফলতা নিয়ে আমার কখনো কোনো ভাবনা ছিল না
আজো নেই। মানুষের ভেতরে এত লোভের হাঁকডাক
বেসামাল পথভ্রষ্ট হয়ে চূড়ায় উঠে যেতে চায়। হিম হিম
অন্ধকারে ডুবে ডুবে জল খায় নব্য রাজাকার। সূর্যগ্রহণ
জলভর্তি থালায় নেমে এলে অর্ধেক পৃথিবী কার হবে
কে জানে? এই যে তুমি এখন খণ্ড খণ্ড সফলতার মোহে
ঋষি হতে চাও সমুদ্রের নীল জলে ভেজাতে চাও দেহ
অবশেষে তোমার জীবন জল ও জালের খেলায় মত্ত
হলে কার কী করার থাকবে জানি না মগডালে বসে
মুগ্ধতা হনন করে রাতের পেঁচা। পৃথিবীর পথে আজ
ভেসে বেড়ায় অবিশ্বস্ত হলদে গোলাপ। পথ আগলে
দাঁড়িয়ে থাকে চতুর কেরানি আর মিথ্যেবাদী রাখাল
সমুদ্রের জলে স্নান সারে লোভী দাঁড়কাক আহা!
পৃথিবীতে কত কিছিমের অনাচার অনিশ্চিত করেছে
জীবন। লোভের সাঁকোর ওপর ধূসর পাতার মর্মর
জীবন এমনই জলে ভেজা অনুনয় আর বাঁচার বিশ্বাস