অভয়াশ্রম

মেহেদী ইকবাল

 

অচেনা বিবর্ত থেকে বিষাদের অমত্মঃহীন স্রোত

অসহায় ভেসে থাকা বিপন্ন প্রজাতির ঝাঁক!

কুমিরের কথা থাক, ভিন্ন সে বৈরী প্রজাতি।

 

বরং মৎস্যের কথা বলি, আছে মৎস্যভুক অজস্র বোয়াল!

 

এসব থাকবে না কিছু, স্বসিত্মর নেওয়া যাবে দম

এই স্বপ্নে বেঁচে থাকা, হয়তোবা যাবে দেখা

 

কাঙিক্ষত অভয়াশ্রম!