আনন্দ তারই নাম

বিন্দু বিন্দু করে জমানো যে ধন

হতে পারে, বুকের গভীরে তার বাস

দেখেনি তা কেউ কোনো দিন, দেখবে না

দৃশ্যমান না হলে তা অদৃশ্যই থাকে

পুষে রাখি, ঢেকে রাখি অগোচরে এই –

মানুষের চিলচক্ষু থেকে, গোপনে।

আমার এমন দিন আসতেও পারে

সেদিন শুধুই আমার আলো ছড়ানো

তুমিও দেখবে তাই দুই চোখ ভরে ওই

দুরন্ত আকাশের নীলে, মেঘশয্যায়।

যে-দিনের অপেক্ষায় আছি, থাকি –

কিছু নিয়ে থাকতেই হয়, আনন্দ

এরই নাম, অন্য নামে ডাকলেও চলে।

Published :


Comments

Leave a Reply