চন্দনকৃষ্ণ পাল

  • পাথরের ঘুম

    মন্ত্রমুগ্ধ হই আমি, ভালোবাসি বলে মনের ভেতরে খুব ভাংচুর চলে বুকে রেখে ভাঙা কাঁচ পা ফেলে চলি অযুত অবহেলায় নিজে নিজে জ্বলি পড়ে থাকা ছাই কেউ দেখে না তো চোখে বিষাদ পতাকা ওড়ে অনিশেষ শোকে সেই শোক পাথরের মতো হয় ভারি শোক ভেঙে আমি আর জল হতে পারি? ক্ষয় হতে শুরু হয় মনের গোপনে সেই…

  • বিদায় বলি হে সুবর্ণ সময়

    যতই গুছিয়ে আনি গুছানো তো হয় না কিছুই! কার ইঙ্গিতে সব এলোমেলো হয় দ্রুতলয়ে? ছড়ানো-ছিটানো সব আসবাবে ধুলো জমে একাকার হয় সবাই তাকিয়ে দেখে, হাসে আনন্দে বিভোর হয় দেখি এ কেমন পড়ন্ত বিকেল আমার? এক ফোঁটা রং নেই, ধূসর পশ্চিম আকাশ আকাশের মেঘখণ্ড ম্রিয়মাণ থেকে থেকে উড়ে চলে দূর থেকে দূরে …। আগত সন্ধ্যা নিয়ে…

  • বিষণ্ন তিথিগুলো-১

    কুমুদদাদার হাতে মৃদঙ্গ বাজে না আর! মন্দির প্রাঙ্গণে আজ সবুজ ঘাসের সমারোহ সেই দিন চলে গেছে অনন্তের পানে শুধু স্মৃতি লেগে আছে কড়িকাঠে, কুলুঙ্গিতে আর নবরত্ন নামের চূড়ায় – ওখানে ত্রিশূল নেই, পেতলের ঘড়ার সাথে ওসবও মানুষের ভোগে গেছে! মানুষই তো, দুপেয়ে জন্তুগুলি মানুষের নাম নিয়ে পশু হয়ে গেল কেন  – সেই বিচারের দিন আজো…