আরণ্যিক মেঘের চোখে

যা দেখি তার চেয়ে বেশি দেখি ধুলোর প্রলেপ

ভাঙা রোদ, বিচূর্ণ ইচ্ছের স্বপ্নহীন মাতামাতি।

রংধনু নকশা বলো, আর জোছনা মাখা ছায়াই বলো

দৃষ্টিসীমায় পড়ে থাকে বন্ধ্যা জমিন, তৃষ্ণার্ত নদী।

আরণ্যিক মেঘের চোখে যে বিচ্ছুরিত দ্যুতি

তাতেও দেখি লৌকিকতার অসার ফুলঝুড়ি।

আচ্ছন্ন হয়ে থাকা সমস্ত অভিজ্ঞানে জুড়ে থাকে

নগ্ন ক্ষুধা, রক্ত মাটির মনছোঁয়া বেদনার্ত ঋণ।

পাঁজর ভেঙে আকুল ডেকে ওঠে যে সুন্দরের হাহাকার

তার জন্য কোথাও কোনো অধীর অপেক্ষা নেই।

নিশ্বাসের ঘ্রাণে সুগন্ধ গোলাপ তুলে দেওয়ার নামে 

দেখি শুধু ভুলিয়ে রাখার শতেক বাহুল্য প্রকার।