কী করুণ একা!

মাহবুব সাদিক

 

ভার হয়ে উঠেছে এই দিন – স্বপ্নছেঁড়া দিন

যেন বুকজোড়া উত্তপ্ত গ্রানিট

বিমর্ষ করুণ মুখ শুধু চেতনার অতল থেকে

খুঁড়ে তোলে বিপুল বেদনা,

উলটোপালটা হাওয়ায় পড়তি বেলার

সূর্যকে দেখায় বাঁকাচোরা – যেন কমলা রঙের ক্লাউন,

চারপাশটাও বিচিত্র, উদ্ভট – ফুল নেই

পাখিরা উধাও আজ দৈগন্তিক রেখার ওপারে,

মরুভূমি নয় – হাওয়া তবু শুকনো খটখটে,

অদ্ভুত পিঁপড়ে আর অচেনা পতঙ্গের দল

দ্বৈরথে নেমে সারা মাঠে তুলেছে তোলপাড়

আমি দেখছি চারদিকে অতিশব্দের শিখা

ঘোড়াপোকা তার করাতে-দাঁড়ায় চেপে ধরে

কড়মড় শব্দে খাচ্ছে

ঘন নীল ডুমোমাছি – এ যদি হত্যাযজ্ঞ

না হয় তবে কাকে আর প্রাণী হত্যা বলে!

মনে হচ্ছে ঘনিয়ে আসছে কোনো মহাসর্বনাশ

যেখানে যুদ্ধ অনিবার্য –

জয় বা পরাজয় ছাড়া বিকল্প নেই কোনো,

তবে এও জানি

জয়ও শেষে সর্বনাশেরই নামান্তর

সেখানেও অন্য কারো রক্তলাল দেহের উপর

খাপছাড়া পা ফেলে উঠতে হয় জয়স্তম্ভে!

চারপাশে জ্বলতে থাকে রক্তাভ আলোর মশাল,

সভ্যতাও মানুষের বিচ্ছুরিত রক্তকণা মেখে

তলোয়ার উঁচিয়ে আজ নিষ্করুণ একা দাঁড়িয়েছে।