ক্যামোফ্লেজ

রোকসানা গুলশান

 

ক্যামোফ্লেজ শোভায় মিশে আছি

বনের সবুজ পাখিটির মতো।

মিশে আছি নিশিদিন –

জলের সাথে জল, মেঘের সাথে মেঘ হয়ে।

সংসারের সঙ্গে মিশে আছি

আটপৌরে সংগ্রামী চুলোটির মতো।

ভুল-ভ্রান্তির ঝুল ঝেড়ে

মাকড়সা করি দূর –

শামিয়ানা টানিয়েছি আকাশের,

দেয়ালটা যেন আয়োনোস্ফিয়ার।

 

আলো-জ্বালা জান্লাটা

নক্ষত্রের গান নিয়ে আসে –

উত্তর-পূর্ব পুরুষের স্নেহমাখা সে-সুরে গেছি মিশে।

আপেক্ষক্ষক ব্যবধানটুকু

সেরাটাই শুধু দিয়ে

অভ্যস্ত হই জীবনের ডানায়।

এক ভিড় মানুষের কাছে

দায়বদ্ধ এই জীবন

এক ফুল ফোটানোর মতোই

করা চাই অতিক্রম।