গলে যাচ্ছে মানুষের মুখ

আহমেদ বাসার

 

আয়না গলছে, গলে যাচ্ছে মানুষের মুখ

আয়নার মুখোমুখি বসে থাকা প্রতিকৃতি

গলে গলে যাচ্ছে দিগ্বিদিক

জল গলছে, জলের গভীরে লুকানো ছায়া

ক্ষয়ে ক্ষয়ে মিলছে ঠিক ঠিক

 

চাঁদ গলছে, গলছে জ্যোৎস্নার পূর্ণ শরীর

চাঁদের গায়ে অশস্নীল ভঙ্গিমায় শুয়ে থাকা

নগ্ন আকাশ গলছে মানবিক

পাহাড় গলছে, গলে যাচ্ছে নর্তকী নদী

চূড়া থেকে নশ্বর মাটি গলে গলে

দূরগামী এক দৃশ্য নাবিক

 

মানুষ তোমার হাত গলছে, পা গলছে, পায়ের

তলায় মাটি গলছে – আয়নায় জাগা মুগ্ধ ভঙ্গি

গলে গলে জন্ম নিচ্ছে রুগ্ণ শালিক …