ছন্দ পরীক্ষা

টোকন ঠাকুর

 

গরম তেলের কড়াই থেকে উড়াল দিল

হাফ-ভাজা এক মাছ

আমারও তো জিজ্ঞাসা ছিল, কেন

উন্মাদিনী নাচে মৃত্যুর নাচ!

 

উন্মাদিনী নাচে বলে

উন্মাদেরা বাঁচে

এইখানেই তো কবিতা শেষ

মাছ উঠে যায় গাছে

 

এসব খবর একাডেমিতে আছে?

 

নাচে নাচে নাচে

উন্মাদিনী নাচে

 

শ্বাসের আঘাত কেমন লাগে, ব্যাকুল বুকের কাছে!