ছায়ামাছ

হারিসুল হক

স্বপ্ন আমার হারিয়েছে দুটো চোখ
বিফল রণে ভেঙেছে নরম পা
আমি কি জানি এসবের পরিণাম
শিথিল বাঁধনে পুরে না মনষ্কাম

তবুও তো রাত নিদ্রার বিনিময়ে
সযতনে তোলে ভ্রান্তির কুড়োগুলো
ফেলে আসা পথ যেনবা দীঘল শ্বাস
অমূলক প্রেমে ছাড়ে ঘর রাজহাঁস

বুঝি না তবুও হারানোর কলতানে
চোখ মেলে থাকি – কুসুমের কারাগারে
প্রিয় কি তবে সেইসব উৎসব অনুভব
বুকের অতলে দাপিয়ে বেড়ানো দলছুট সৌরভ!

স্বপ্নরা যেন মেঘের ভেতরে –
ভেসে থাকা ছায়ামাছ
হাতের তালুতে কম্পনরত বৃষ্টির থিতুজল
হৃদয় কি মানে গণিতসূত্র শাস্ত্রীয় ব্যাকরণ

প্রায়ান্ধ জন কী করে বোঝে জীবনের রসায়ন
যমুনা পুলিনে হামেশাই বসে হারানোর আয়োজন।

Published :


Comments

Leave a Reply