ভয় হয়, না জানি থেমে যায় এই দুর্গম পরিবেশে কালি ও কলমের পথচলা। আমাদের এই দেশটিতে ভালো জিনিসের জন্যে খুব বেশি সময় বরাদ্দ থাকে না। সেই কবে একে একে বন্ধ হয়ে গেছে সমকাল, সুন্দরম, শৈলী সাহিত্যপত্রিকাগুলো। সাহিত্যরস-আস্বাদনে, গবেষণায় অবশেষে কলকাতার দেশ পত্রিকার শরণাপন্ন হতেই হয়। দেশ পড়তে গিয়েই চমকে ওঠা। দেশ পত্রিকার পাতায় বাংলাদেশের কালি ও কলম পত্রিকার বিজ্ঞাপন। আবার আশার সঞ্চার, আবার জেগে ওঠা। মরা নদীতে যেন গঙ্গা-পদ্মার স্রোতধারা। কুষ্টিয়াতে যে-কয়টি সংখ্যা পাওয়া গেছে সবগুলো সংগ্রহ করেছি। ভালোলাগার কথা নাই-বা বললাম। একটি বিস্ফোরণে নতুন চেতনার আলোকবর্তিকা হয়ে কালি ও কলমের প্রলয়োল্লাস। বাংলাদেশের অগুনতি মানুষের হাতে হাতে পৌঁছে যাক আমাদের প্রিয় মাতৃভূমির নবজাগরণ-সৃষ্টিকারী মাসিক সাহিত্যপত্রিকা কালি ও কলম। কালি ও কলম পত্রিকার নির্ভেজাল দিন, রাজনীতিমুক্ত পরিবেশ, বর্ণাঢ্য দীর্ঘায়ু কামনা করছি।
বাকী বিল্লাহ বিকুল
গবেষক, বাংলা বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়

Leave a Reply
You must be logged in to post a comment.