সম্প্রতি কালি ও কলম পত্রিকাটি হাতে পেলাম। পত্রিকাটি পড়ে আমার খুব ভালো লাগল, আর সেই সঙ্গে এ-ও অনুভব করলাম যে, পত্রিকাটির আখরে আখরে মননশীলতার ছাপ অত্যন্ত সুস্পষ্ট।
বিশেষত আপনাদের কবিতা-বিভাগটি এককথায় অনবদ্য। কালি ও কলম পত্রিকার চতুর্থ সংখ্যায় প্রকাশিত সুধী জাহিদুল হকের ‘কিছু পঙ্ক্তি জুড়ে যে যাপন’ কবিতাটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে, এছাড়া অন্যান্য কবিতাও আমার ভালো লেগেছে। যাই হোক, আপনার কাছে আমার দুটি অনুরোধ আছে। একটি হলো, পত্রিকাটি কলকাতায় নিয়মিত প্রতি মাসে আসুক, যাতে আমাদের সংগ্রহ করতে সুবিধা হয়। কারণ কলকাতার ‘পাতিরাম’ থেকে আমি জ্যৈষ্ঠ (১৪১১) মাসের সংখ্যাটি সংগ্রহ করেছি জুলাই মাসে এবং অন্যটি হলো, দুই বাংলার প্রখ্যাত কবিদের সঙ্গে নবীন কবিদের কবিতাও ছাপা হলে আরো ভালো হয়। ভারতের নবীন কবিদেরও একটু সুযোগ দিয়ে বাধিত করবেন।
পত্রিকার সাফল্য কামনা করি।
মালবিকা নিয়োগী
কলকাতা-৭০০ ০৮৪

Leave a Reply
You must be logged in to post a comment.