তুমি নও শুধু ছবি; নিঃশব্দ নিñিদ্র ঘরে
অমাবস্যার রাতের জোনাকি দুখিনী – কাদম্বরী
নন্দনকাননে ঝরা পত্রালী,
শুকনো ডাল, হরিদ্রাভ ঘাস।
ওরাও ক্রন্দসী বিবর্ণ প্রভায়;
থেমে গেছে মিলন স্মৃতির মূর্ছায়।
নিশ্চল হয়ে যায় আস্তে আস্তে সব
মিলিয়ে যাবে ল্যাপটপ, স্মার্টফোন
ট্যাবে স্মৃতিকণা শব্দের অঙ্গুলি;
একেবারে জড় হবে রব।
স্মৃতিকণার ফেলে রাখা শব্দাবলি
পৌঁছে যাবে প্রজন্মের চৈতন্যে;
হয়তো কোনো সময় হবে সরব
সেদিনের ভালোবাসার কলরব!

Leave a Reply
You must be logged in to post a comment.