বলিহারি অপরাধ

রবিউল হুসাইন

 

চারিদিকে নিরাকার              আকারের      সার্থকতা

বহুদূরে    মানুষের জনপদ    দৃশ্যমান

নদীদের   জলস্রোতে              ভাসমান        পাখিকুল

আনমনে ডুবুরির   সাবলীল কুশলতা

 

প্রকৃতির অবদান   সবকিছু   মনোময়

সেইসব   গুদামের  ভা-ারে  কতকিছু

পেয়েছিল অফুরান কৃতকর্মে বিহবল

সারাদিন সারারাত              আনন্দ          শুধাময়

 

মাঝামাঝি             বিষণ্ণ      মনোভাব       উপভোগে

পূর্ণতার   সারাংশে  বিধিলিপি       নিচুমুখী

এরপর    তারপর  আগুয়ান যাযাবর

মরুভূমে সান্নিধ্য   নিরাপদ  বহুভোগে

 

আশালতা অশালীন বহমান   সমুদয়

পাহাড়ের পাদদেশে উপত্যকা        সবুজাভ

হৃদয়ের   ঢেউগুলো নিরুপায়         জলাধারে

পাশাপাশি              যাযাবর সাবলীল        কতিপয়

 

সবকিছু   গণ্যমান্য অপমান  অশালীন

বলিহারি অপরাধ  মূল্যায়ন  অন্তরীণ।