বসন্তছন্দের সবুজ রক্ত

পিয়াস মজিদ

বহু
বাউল-বছর পেরিয়ে
তুমি আজ
রাজসভার রক্তপাতে।
তোমাকে যতই ডাকি
আমার দিকে;
তুমি একবার
ব্রেক্সিটপন্থায়
তো অন্যবার ট্রাম্পে।
মরচেপড়া স্টেনগান সব
ক্ষুধাই শাণিত
নীরক্ত এই করবীর কালে।
কত নৃত্যময় রক্তের কল্লোল
জীবনের উজানভাটায় দেখে থাকে –
তোমার হৃদয়হ্রদে
আমার কবিতার এই অক্ষম অক্ষর
ভেসে যায় জলের
আগুন-আকারে।