বাড়ি ফেরার গল্প

এসো বর্ষা, শুভ্র ডানা মেলে!

হাত ধরো!

হাতে হাত রেখে চলো হাঁটি

নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে

মেঘ-নামানো দিগন্তে মিশে যাই!

জানো তো?

এই সংসারে ফণাতোলা সাপের ভারি কদর!

যদি নির্বিষ সাপ হও

তাহলে সবাই পা মাড়িয়ে চলে যাবে!

তুমি ক্ষতাক্ত হৃদয় নিয়ে

নিঃসঙ্গ, একা

          মুখ থুবড়ে পড়ে থাকবে!

কখনো ঝিঁঝির তারাজ্বলা অন্ধকার দেখেছো?

ধানিজমির আল ধরে হাঁটতে থাকো

নিশ্চয়ই দেখবে!

কান পাতো, শোনো

          নিঝুম মল্লার!

বর্ষা, তোমার ওড়নাটা সরাও তো!

আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরি!