বিরহ

জয়িতা শিল্পী

 

বিরহের অশ্রম্ন ঝরে অবিরত

শূন্যতায় হাহাকার বুকে চাপা কষ্ট।

তোমার প্রস্থানে নিঃস্ব হতে থাকে প্রাণ

ট্রেনের ঝিক ঝিক ঝিক ঝিক আওয়াজ…

রেল-পুলিশ সবুজ পতাকা নাড়িয়ে

বাঁশিতে ফুঁ দেয়

সেইসঙ্গে দুলতে দুলতে বিদায় সমান্তরাল

লাইন ধরে,

নিয়ে যায় মুঠো মুঠো প্রেম, গাঢ় চুম্বন!

ভালোবাসার হাতছানি

তাই আবারো ফিরে আসে বিরহের অবসানে

হৃদয়ের আলিঙ্গনে।

কোনো এক প্রত্যুষে।

কিংবা মধ্যরাতে।