ব্রহ্মপুত্রের কালীবাড়িতে

সেলিম মাহমুদ

 

চাঁদ গলে গলে মোমচাঁচ হয়ে গেছে।

দাসপাড়ার শুঁটকিপল্লি ছেড়ে চাঁদ গমন করেছে

ব্রহ্মপুত্রের কালীবাড়িতে;

যাই, দেখি, ধুয়ে নিই মুখ, দেখি জেলেদের জোছনাপালন।

লোকনাথ আশ্রমের ঠিক নিচে পিঠাওয়ালি এক

দিয়েছে বাতাস সুঘ্রাণের আস্বাদন এনে দিতে।

ব্রহ্মপুত্রের পানিতে ধীবরকুলের কেহ জাল হাতে

ধরি মাছ ছুঁই পানি মন নিয়ে, মাছ নিয়ে ফিরে আসে

চন্দ্রমুখী তারাপুঞ্জে আপন ডেরায়;

তাদের শিশুরা মাছেভাতে যেন থাকে

বর এই পিছু নিয়েছে চাঁদের!