যত ভয় যুদ্ধে

গুমোট বাতাস হাতের তালুতে পুরে – তোমার নাম লিখি

শুধু একদিন পালাব বলে – গভীর মনোযোগ তোমার প্রতি

আশ্চর্য সব ছবি দেখতে দেখতে ঘুমিয়ে গেলে তুমি

কিছু শব্দের বিনিময়পর্ব – ছড়িয়ে দিলাম তোমার দিকে

শীতলতা আমাদের মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় – দগ্ধমন।

আমিও খুঁজে ফিরি নির্জনতা – এক অন্ধ হোমার আমার পরিচিত

জীবনের পথ ধরে হাঁটে … ঝাঁকে ঝাঁকে শাকের পালানে পড়ছে শালিখ

কুয়াশা নিকটে দাঁড়িয়ে থাকলেও বেজে ওঠে ফোন – ওপারে একাকী তুমি

বিপজ্জনক হলেও ভুলো না আমায় – জ¦লবে প্রদীপ …

নির্মল রোদে – ইস্টিশন মাথায় করে

                   দাঁড়িয়ে আছি – তোমার প্রতীক্ষায় …

আমাদের দেখা হবার কথা থাকলেও ফিরে গেলে তুমি –

আনমনে ঘড়ির দিকে তাকিয়ে আছি – তোমার চোখে তাকাব বলে

কী সব যুদ্ধের কথা বলো – আমি এক ব্যর্থ সৈনিক … যুদ্ধে বড় বেশি ভয়।